মো. নুরুল করিম আরমান, লামা:

পাওনা টাকা চাওয়ায় বান্দরবানের লামা উপজেলায় মো. রিদুয়ান (২৯) নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে লোহার রড় দিয়ে পিটিয়ে আহত করেছে দেনাদার। সোমবার দিবাগত রাতে লামা পৌরশহরের হোটেল সী হিল সংলগ্ন রাস্তার ওপর এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলো- চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বাসিন্দা আবদুল খালেকের ছেলে মো. সেলিম উদ্দিন লিটন (৩৫) ও পৌরসভা এলাকার নয়াপাড়ার বাসিন্দা নুরুল কবিরের ছেলে মাহাবুবুর রহমান। আহত পাওনাদার রিদুয়ান নয়াপাড়ার বাসিন্দা গোলাম কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্র জানায়, ব্যবসায়িক লেনদেনের এক পর্যায়ে সেলিম উদ্দিন লিটনের কাছ থেকে ২৬ হাজার টাকা পাওনা হন ফার্নিচার ব্যবসায়ী রিদুয়ান। সেলিম উদ্দিন টাকা দীর্ঘদিন ধরে ওই টাকা না দিয়ে কাল ক্ষেপন করতে থাকে। এ ঘটনায় সোমবার রাত ৯টার দিকে হোটেল সী হিলে স্থানীয়ভাবে উভয় পক্ষকে নিয়ে বৈঠক বসে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। বৈঠকে টাকা পাওনার বিষয়টি প্রমাণিত হলেও মেনে নিতে পারেনি দেনাদার সেলিম উদ্দিন। বৈঠক শেষে ব্যবসায়ী রিদুয়ান বাড়ি যাওয়ার জন্য রাস্তার ওপর উঠলে কিছু বুঝে ওঠার আগেই সেলিম উদ্দিন ও তার সঙ্গী মাহাবুব সংঘবদ্ধ হয়ে লোহার রড় দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে রিদুয়ানকে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত রিদুয়ান বলেন, ঘটনার সময় হামলাকারীরা আমার পকেটে থাকা নগদ ৮৬ হাজার টাকাও ছিনিয়ে নেয়।

এ বিষযে লামা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা বলেন, মারামারির ঘটনায় সমঝোতার চেষ্টা করছি।