বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অাজ ৮ জুলাই জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলন অনুষ্ঠিত হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আজিজ এর সভাপতিত্বে জুলাই মাসের এ পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলনে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনয়নসহ সমন্বয় সভার সুফল জনগণের সম্মুখে পরিস্ফুট করার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। তিনি তাঁর বক্তৃতায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের সর্বশেষ নির্দেশনা মতে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সকলকে আন্তরিক সমন্বয়ের মাধ্যমে বিচার প্রার্থী জনগনকে বিচার প্রক্রিয়ার সুফল প্রদানের এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ম্যাজিস্ট্রেসী ও পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনার আহ্বানু জানান।

বিশেষ অতিথি পুলিশ সুপার ডঃ এ.কে.এম ইকবাল মাননীয় প্রধান বিচারপতি নির্দেশিত মতে এরূপ বিশেষ এজন্ডায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলন অনুষ্ঠানের আবশ্যকতা তুলে ধরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ধন্যবাদ জ্ঞাপনসহ পূর্বাপর জেলা পুলিশের সর্বাঙ্গিন সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্য প্রদানকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আজিজ বিগত সম্মেলনের সিদ্ধান্তমতে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ হতে প্রত্যেক থানায় পেন্ডিং থাকা ওয়ারেন্টসমূহের বিবরণী পর্যালোচনা করতঃ নিয়মিত প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেন ও কারো অবহেলার কারনে কোনভাবেই আইনের অপব্যাখ্যা বা অবহেলার কারনে বিচারপ্রার্থী জনগণের হয়রানী সহ্য করা হবে না মর্মে সকলকে সতর্ক করেন। এছাড়া ৫৪ ধারায় গ্রেপ্তার করতঃ বেআইনী হয়রানী বা এ সংক্রান্তে বাংলাদেশ সুপ্রীম কোর্টের নির্দেশনার কোন ব্যত্যয় ঘটলে আদালত তৎক্ষনাৎ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে মর্মে সকলকে সতর্ক করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র সঞ্চালনায় ও ফোকাল পয়েন্ট তৌহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন আবদুস সালাম, আইনজীবি সমিতির সভাপতি মুহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক জনাব জিয়াউদ্দিন আহমদ, জেলার পাবলিক প্রসিকিউটর মমতাজ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর, চকরিয়া, উখিয়া সার্কেলসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, জেল সুপার বজলুর রহমান এবং র‌্যাব, কোস্ট গার্ড, বন বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্প্রাপ্ত কর্মকর্তাগণ। তাঁরা প্রত্যেকে সভার বিষয়বস্তুর উপর স্বীয় গুরুত্বপূর্ণ অভিমত প্রদান করেন।

বর্তমানে কর্মরত সকল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ সন্তোষজনক পরিমাণ মামলা নিষ্পত্তির পরও মামলা দায়েরের হার অত্র জেলায় বেশী হওয়ায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আজিজ বিচারাধীন মামলার সংখ্যা হ্রাসকরণের লক্ষ্যে সকল পর্যায়ের কর্মকর্তাগণকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।। সভায় জেলার বিচারকগণের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওসমান গনি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুশান্ত প্রসাদ চাকমা, মোঃ সিরাজ উদ্দিন, মোঃ আলমগীর কবির, রাজিব কুমার দেব, মোঃ তারেক আজিজ ও সিনিয়র সহকারী জজ আলাওল আকবর।