এইচ এম রিয়াজ, পেকুয়া :
লামা উপজেলার ফাইতং এ এক সড়ক দুর্ঘটনায় একটি মিনি ট্রাকের (পিক-আপ) নিয়ন্ত্রণ হারিয়ে পেকুয়া উপজেলার মোঃ রাশেদুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
জানাযায়, শুক্রবার (৭ জুলাই) বিকাল ৪:৩০ ফাইতং ইউনিয়নের গজালিয়া সড়কের চিওরতলী এলাকায় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় আরো কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে মামুন নামের এক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে তিনিও মারা যান।
নিহত রাশেদ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকার আবুল কালামের ছেলে বলে জানা গেছে। সে ওই গাড়ির চালক ছিল।
নিহত রাশেদের খালাত ভাই বদিআলম জানান, রাশেদ পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নবী হোসেনের মালিকনাধীন পিক-আপ গাড়ী (গাড়ী নং চট্টমেট্রো-ন-১১১৯৫২) নিয়ে লেবু বোঝাই করে চিওরতলী থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য রওয়ানা হলে কিছুদূর আসার পর পাহাড়ী রাস্তায় উঠার সময় ব্রেক ছিড়ে গিয়ে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে যায়। এসময় গাড়ীর মালিকও গাড়ীতে ছিল। তিনি লাফ দিলেও ড্রাইবার সহ গাড়ীটি প্রায় ১০০ ফিট নিচে খাদে পড়ে যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।