শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

কক্সবাজার সদরের ঈদগাঁওতে জনতার সহায়তায় ৭০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। ৭ জুলাই বিকাল ৩টার দিকে মেহেরঘোনাস্থ আরকান সড়কের পাশর্^বর্তী এলাকা থেকে এ মদগুলো জব্দ করা হয়। এসময় ২ পাচারকারী পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত এলাকায় অভিযান চালিয়ে প্রায় আনুমানিক ৭০ লিটার চোলাই মদ জব্দ করে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দীন ঘটনাস্থলে গিয়ে মদগুলো তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এএসআই মহিউদ্দীন জানান, বাইশারী এলাকা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ সিএনজি যোগে গহীন অরণ্য কালিরছড়ার ভুতিয়া পাড়া হয়ে ঈদগাঁও নিয়ে আসার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। স্থানীয় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কায়ুম উদ্দীন ঐ গাড়ীটিকে সংকেত দিলে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করলে মদগুলো মেহেরঘোনা রেখে পালিয়ে যায় পাচারকারীরা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, পাচারকারীরা কালিরছড়া পূর্ব পাড়ার বাসিন্দা আবদুল্লাহ ও শফিক। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ খায়রুজ্জামান মদ জব্দের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। পাচারকারীদের ব্যাপারে তথ্য উদঘাটনের জন্য সোর্স নিয়োগ করা হয়েছে বলে জানান।