আবদুর রাজ্জাক,কক্সবাজার :
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সদর উপজেলায় দুটি সিএনজি ট্যাক্সি তল্লাসী চালিয়ে ৩০ হাজার ইয়াবা,নগদ ৩৫ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোনসহ মো: আমান উল্লাহ(৩৫),আলী উল্লাহ(২৫),সরওয়ার জাহান জুয়েল(২০) ও মো: ইউনুছ (২২) নামের চার জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। এসময় পুলিশ ইয়াবা বহনকারী দুটি সিএনজি ট্যাক্সি জব্দ করে। শুক্রবার (০৭ জুলাই ) দুপুর ১ টা ৩০ মিনিটের সময় সদর মডেল থানা পুলিশ সদর উপজেলার চাদেরঁ পাড়া র্যবার ডেম এলাকায় দুটি সিএনজি ট্যাক্সি তল্লাসী চালিয়ে ৩০ হাজার ইয়াবা,নগদ ৩৫ হাজার টাকা ও ৪ টি মোইল ফোন ও ২ টি সিএনজি ট্যাক্সিসহ চার জন ইয়াবা ব্যাসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন, মো: আমান উল্লাহ(৩৫), পিতা-সোলতান আহমদ.সাং-পল্ল্যান পাড়া,টেকনাফ,আলী উল্লাহ(২৫), পিতা-সোলতান আহমদ.সাং-পল্ল্যান পাড়া,টেকনাফ,সরওয়ার জাহান জুয়েল(২০) পিতা-ফজল করিম,সাং-দক্ষিণ ল্যেংগুরবিল.টেকনাফ ও মো:ইউনুছ (২২),পিতা আবুল কাশেম,সাং-মুচনি ক্যাম্প,টেকনাফ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (০৭ জুলাই ) দুপুর ১ টা ৩০ মিনিটের সময় সদর মড়েল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃর্ত্ব একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাদেরঁ পাড়া র্যবার ডেম এলাকায় দুটি সিএনজি ট্যাক্সি তল্লাসী চালিয়ে ৩০ হাজার ইয়াবা,নগদ ৩৫ হাজার টাকা ও ৪ টি মোইল ফোনসহ ইয়াবা ব্যাসায়ী মো: আমান উল্লাহ(৩৫), আলী উল্লাহ(২৫),সরওয়ার জাহান জুয়েল(২০) ও মো:ইউনুছ (২২) কে আটক করে। পুলিশ এসময় ইয়াবা বহনকারী ২ টি সিএনজি ট্যাক্সি জব্দ করে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজির মুল্য প্রায় ৯৪ লক্ষ টাকা হবে বলে থানা সূত্রে প্রকাশ।
এব্যাপারে কক্সবাজার সদর মড়েল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।