ডেস্ক নিউজ:

জাপানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিখোঁজ রয়েছেন।

এএফপির বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, দুর্ঘটনা কবলিত এলাকার হাজার হাজার মানুষকে উদ্ধারে রাস্তায় নেমে পড়েছে সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা। ভূমিধস ও পানিতে আটক পড়া মানুষদের উদ্ধারে ব্যস্ত সময় পার করছেন তারা।

ইতোপূর্বে দেশটিতে এমন বন্যা দেখা যায়নি বলে জানিয়েছে জাপানের আবাহওয়া অধিদফতর। তারা বলছে, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি, যেখানে রয়েছে ভয়বাহ বিপদের ঝুঁকি।

এদিকে, আবহাওয়া অধিদফতর ভূমিধসের আশঙ্কা করে জাপানের অন্যতম প্রধান দ্বীপ কিউসু এলাকা নদীর পানিতে তলিয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন। একই চলমান ভারি বর্ষণ আগামীকাল শুক্রবার পর্যন্ত বহাল থাকবে বলেও জানিয়েছেন।