মো. নুরুল করিম আরমান, লামা:

বান্দরবানের লামা উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ ও খিচুড়ি প্রদান করলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বুধবার দুপুরে লামা পৌরসভা এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ প্রদান করেন তিনি। ত্রাণ বিতরণের পর তিনি আশ্রয় কেন্দ্রগুলো ঘূরে দেখেন এবং পরামর্শ মূলক দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল ও ফাতেমা পারুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাথোয়াইচিং মারমা, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনদিনের ভারী বর্ষণে গত রবিবার সকাল থেকে লামা পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়। এতে পৌরসভার এলাকার পাঁচ শতাধিক ঘরবাড়িসহ প্রায় ১ হাজার ঘরবাড়ি প্লাবিত ও পাহাড় ধসে শতাধিক ঘরবাড়ি বিধস্ত হয়। বন্যা কবলিত মানুষগুলো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। বুধবার সকাল থেকে বন্যা পরিস্থিতি উন্নতি হয়। তবে দুপুরে পর থেকে আবাও ভারি বর্ষণ শুরু হওয়ায় ঢলের পানি পূণরায় বৃদ্ধি পাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।