ডেস্ক নিউজ:
বিদ্যালয়ে মদের আসর বসানোর দায়ে রাজশাহীর তানোরের স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ পাঁচজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকত আলী এ সাজার নির্দেশ দেন।

দণ্ডিতরা হলেন, উপজেলার ছাঔড় নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ (৪২), ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহম্মেদ (৪০), হাতিশাইল গ্রামের সাবেক সেনাসদস্য দুরুল হুদা (৩৮), একই গ্রামের বাসিন্দা দলিল লেখক মোস্তাফিজুর রহমান (৪০) এবং বারোঘরিয়া গ্রামের বাসিন্দা দলিল লেখক শাহ আলম (৩৫)।

পুলিশ জানায়, দণ্ডিতরা সবাই ঘনিষ্ট বন্ধু। ঈদের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকায় বন্ধুদের নিয়ে দুপুরে নিজ দফতরে বসে মদ্যপান করছিলেন প্রধান শিক্ষক। অতিরিক্ত মদ্যপানে মাতলামি করছিলেন তারা।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে তাদের আটক করে। এ সময় সেখান থেকে দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, আটকের পর ওই পাঁচজনকে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আইনি প্রক্রিয়া শেষে বিকেলেই তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে বলে ওসি জানান।