বিশেষ সংবাদদাতা:
চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় নরুল ইসলাম (৩২) প্রকাশ মনিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে ডিবি পুলিশ পরিচয়ে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। সে ওই এলাকার মৃত এজহার মিয়া এর পুত্র। মনিয়া ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন মানুষ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠে পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে, মনিয়া নিজেকে ডিবি পুলিশ ও বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন এর কক্সবাজার জেলার “পরিদর্শক” হিসেবে দাবী করে ভূয়া আইডি কার্ড প্রকাশ্যে প্রদর্শন করে্শো নিজ এলাকা বাইরে দূরের এলাকায় গিয়ে বিভিন্ন দোকানপাট পরিদর্শন করে ভেজাল বিরোধী পণ্য চিহ্নিত করণ অভিযানের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে। এমনকি তার বিরুদ্ধে নকল টাকা তৈরীর অভিযোগও উঠে এসেছে। ডুমখালী এলাকার জনসাধারণের বক্তব্যে জানা যায়, নরুল ইসলাম প্রকাশ মনিয়া একজন প্রতারক। বছরের অধিকাংশ সময় নিজ তাকে এলাকায় দেখা যায় না। বছরের শেষে গ্রামে এসে মোটর বাইক, নোহা গাড়ী ব্যাবহার করে এলাকার মানুষদের চমক লাগিয়ে দেয়। বিষয়টি মালুমঘাটের শিক্ষিত সচেতন মহলের দৃষ্টিগোচর হয়েছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।