সিবিএন রিপোর্ট :

উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী গুরুতর অসুস্থ।  তাকে গতকাল ২৮জুন সকালে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। বর্তামের চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী গতকাল রাতে নিজ বাড়িতে অসুস্থতা বোধ করলে প্রথমে তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ভোরে তার অবস্থারর অবনতি হলে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে মেহেদিবাগের ম্যাক্স হাসপাতালের হাই ডেভলাপ ইউনিট (এইচ ডি ইউ) তে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি দীর্ঘদীন ধরে যকৃত রোগে ভূগছিলেন।

হামিদুল হক চৌধুরীর স্ত্রী নিগার সুলতানা জানিয়েছেন, হামিদুল হক চৌধুরীর শরীরে প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় তাকে ৫ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। তিনি সকলের কাছে হামিদুল হক চৌধুরীর জন্য দোয়া চান।

উখিয়া উপজেলার আওয়ামীলীগ নেতারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে উখিয়ার সোনার পাড়ায় জেলা আওয়ামীলীগ নেতা রাজা শাহ আলমের বাসায় দাওয়াতে যান। দাওয়াত থেকে ফেরার পর থেকেই হামিদুল হক চৌধুরী অসুস্থ হয়ে পড়েন।