এম.জিয়াবুল হক,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমনে মোহাম্মদ ইব্রাহিম (৪০) নামের এক দিনমজুর নিহত হয়েছে। ঈদের দিন রাতে উপজেলার কাকারা ইউনিয়নের অদুরে পাহাড়ের ভেতর ঘটেছে এ ঘটনা। নিহত ইব্রাহিম উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মৃত মোহাম্মদ হানিফের ছেলে। তিনি স্ব-পরিবারে বসবাস করতেন পাশের গ্রাম কাকারা ইউনিয়নের বারআউলিয়া নগর গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান বলেন, ইব্রাহিমসহ আরো কয়েকজন ব্যক্তি ঈদের বিকালে ফাইতং এলাকায় বেড়াতে যান। রাত সাতটার দিকে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে পাহাড়ের ভেতর বন্যহাতির আক্রমনের শিকার হন ইব্রাহিম। তিনি বলেন, হাতির আক্রমনে ঘটনাস্থলে পান হারান ইব্রাহিম। খবর পেয়ে পরিবার সদস্য ও প্রতিবেশি লোকজন রাতেই ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।