অনলাইন ডেস্ক : ভারতে বদলে যাচ্ছে ১৫০ বছরের ইতিহাস ৷ নোট বাতিলের বলিষ্ঠ পদক্ষেপ, কেন্দ্রীয় বাজেট পেশের তারিখ পরিবর্তনের পর আরও এক সনাতনী নিয়মের পরিবর্তন ঘটাতে চলেছে নরেন্দ্র মোদি সরকার ৷ বদলে যাবে অর্থবর্ষ ৷ পরিষ্কার করে বলতে গেলে আর্থিক বছর শুরুর সময় এগিয়ে আনার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে ২০১৮ সাল থেকে আরও একবার বদলে যেতে চলেছে বাজেট পেশের সময় ৷
বাজেট অধিবেশন পেশ এগিয়ে আনার পর এবার প্রধানমন্ত্রী মোদি চান, বছরের মাঝামাঝি এপ্রিলের বদলে বছরের প্রথম মাস জানুয়ারি থেকেই শুরু হোক নয়া অর্থবর্ষ ৷ এর আগে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী এমনই ইঙ্গিত দিয়েছেন দেন ৷ ২০১৮ থেকেই এই নয়া ব্যবস্থা শুরু হতে চলেছে বলে খবর ৷ সেই মতো উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকারও ৷
মোদি সরকারের নতুন চমক: ২০১৮ জানুয়ারি থেকেই নতুন অর্থবর্ষ, বদলাল বাজেটের সময়ও
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, চলতি বছরের নভেম্বরেই পেশ হতে পারে পরবর্তী কেন্দ্রীয় বাজেট ৷ এর সঙ্গেই ফের আরও একবার বাজেট পেশের প্রথাগত সময়ে ঘটবে ঐতিহাসিক পরিবর্তন ৷
মোদির প্রস্তাব, জানুয়ারিতে শুরু করে ডিসেম্বরে শেষ করা হোক অর্থবর্ষ ৷ নয়া প্রস্তাব নিয়ে রাজ্যগুলিরও মতামত চান প্রধানমন্ত্রী ৷ অর্থবর্ষ শুরুর সময় পরিবর্তনের প্রস্তাব নিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা শঙ্কর আচার্যের নেতৃত্বে একটি প্যানেল গঠন করা হয় ৷ এই প্যানেল অর্থবর্ষের তারিখ বদলালে ভারতীয় অর্থনীতি ও তাঁর প্রশাসনিক কাজকর্মে কী প্রভাব পড়তে পারে এবং এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে মতামত নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করে ৷ এপ্রিলে নীতি আয়োগের বৈঠকে এই বিষয়টি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
সম্প্রতি সূত্র মারফত অর্থবর্ষ বদলের এই সম্ভাবনা ২০১৮ থেকেই বাস্তবায়িত হওয়ার ইঙ্গিত মিলেছে ৷ পরবর্তী বছর থেকেই মিলে যাবে ফিনান্সিয়াল ও ক্যালেন্ডার ইয়ার ৷
তবে অর্থবর্ষ পরিবর্তনের বিয়টি এতটাও সহজ নয় ৷ ক্যালেন্ডার পাল্টালে প্রথমেই বদলাবে বাজেট পেশের সময় ৷ এছাড়া ট্যাক্স অ্যাসেসমেন্ট ও সংসদ অধিবেশনের সময়ও বদলে যাবে ৷
অর্থবর্ষ পরিবর্তনের প্রস্তাব বাস্তবায়নের আগে যে বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে তা হল, কেন্দ্র ও রাজ্যে আয়-ব্যয়ের খতিয়ান, অর্থবর্ষ শুরুর টেকনিক্যাল কাজগুলির সঙ্গে যুক্ত কাজকর্মের প্রভাব, কর ব্যবস্থার ওপর আর্থিক বছরের সময় পরিবর্তনের প্রভাব, অডিট ছাড়াও অর্থনীতির সঙ্গে যুক্ত আরও বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে ৷
উল্লেখ্য, বিশ্বের অধিকাংশ দেশেই অর্থবর্ষ শুরু হয় নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাব বাস্তবায়িত হলে বদলে যাবে ভারতের নতুন অর্থবর্ষ শুরুর তারিখ ৷ তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই নতুন নিয়ম চালু হলে সবথেকে লাভবান হবেন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি ৷ বর্তমানে এদেশে পয়লা এপ্রিল থেকে শুরু হয় নয়া আর্থিক বছর ৷
– নিউজ১৮