অনলাইন ডেস্ক : ৬টি মুসলিম দেশের নাগরিক ও শরণার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপ আংশিকভাবে বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার দেশটির সুপ্রিম কোর্ট এ রায় দেয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এবিজয় মার্কিন নিরাপত্তার বিজয়।

ক্ষমতায় যাওয়ার পরপরই চলতি বছরের ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের ৩ মাসের ও শরণার্থীদের ৬ মাসের জন্য ভ্রমন নিষেধাজ্ঞা জারি করেন।

পরে ভার্জিনিয়ার একটি ফেডারেল কোর্ট এ নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেয়।

ওই রায়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন ৩ জুন সুপ্রিম কোর্টে আপিল করে।

এরপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আংশিকভাবে ট্রাম্পের নির্বাহি আদেশ বহাল রাখলো।