আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে পুলিশ সদস্যসহ কমপক্ষে ৯ জন নিহত এবং আরো ১২ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে প্রাদেশিক পুলিশ প্রধানের কার্যালয়ের কাছে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আকবর বলেন, বেলুচিস্তান পুলিশ প্রধানের কার্যালয়ের কাছে পুলিশের একটি চেকপোস্ট লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

আলি মার্দান নামের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, নিহতদের মধ্যে কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য ছিলেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আনওয়ার উল হক কাকার স্থানীয় জিও নিউজ চ্যানেলকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে একটি পুরনো গাড়ি পুলিশ প্রধানের কার্যালয়ের কাছ দিয়ে যাচ্ছিল। পুলিশ কর্মকর্তারা গাড়িটি থামাতে বলার পরপরই গাড়িটি বিস্ফোরিত হয়।