ডেস্ক নিউজ:
আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমাদানের সুবিধার্থে ঈদের পর শুক্রবার (৩০ জুন) দেশের সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশনের এ সংক্রান্ত এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে। নির্দেশনাটি দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্কের চালান জমা/পে-অর্ডার সুবিধা দিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ পূর্বক তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ আগামী ৩০ জুন খোলা থাকবে। সে অনুযায়ী ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।