মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম:
বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপরিবারে বান্দরবান জেলা সদরের বাসায় যাওয়ার প্রাক্কালে সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছেন। জেলা সদরের অনতিদুরে মেঘলা মৃত্তিকা নামক স্থানে গাড়ীটি (নং বান্দরবান-১১-০০২৩) নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটি রাস্তা থেকে অন্তত দশ হাত নিচে পড়ে যায়।
উপজেলা পরিষদের ড্রাইভার মোঃ মোস্তফা জানান, সোমবার সকালে চেয়ারম্যান মো. আবুল কালাম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বান্দরবান জেলা সদরের বাসায় যাচ্ছিলেন। গাড়িটি মেঘলা এলাকায় পৌঁছুলে ব্রেকে কাজ না করায় নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় গাড়িটির কিছু বহিরাংশ নষ্ট হয়েছে। এতে চেয়ারম্যান, তার স্ত্রী ও ৩ কন্যাসন্তান আহত হয়েছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ নভেম্বর উপজেলা পরিষদের এ গাড়িটি লামা-আলীকদম সড়কের কুমারী এলাকার কবিরের দোকান নামক স্থানে আরেকবার দুর্ঘটনায় পতিত হয়। ওইসময় উপজেলা চেয়ারম্যান আলীকদম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজার ঈদগায় যাচ্ছিলেন।
স্বপরিবারে সড়ক দুর্ঘটনার কবলে আলীকদম উপজেলা চেয়ারম্যান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।