নিউজ ডেক্স :

রাউজান নিউজ মানুষের সূখ দুঃখ, উন্নয়ন, সম্ভাবনার সংবাদ প্রকাশের পাশাপাশি মানবিক কর্মসূচি নিয়ে পথ চলে পাঠক সমাজের অন্তর জয় করেছে। একারণে বিশ্বের দেশে দেশে বাংলা ভাষাভাষিরা এই নিউজ পোর্টালের ভক্ত হয়ে পড়ছে। রাউজান থেকে প্রকাশিত প্রথম নিউজ পোর্টেল হিসাবে পাঠক সমাজের কাজে সাড়া জাগানো রাউজান নিউজ হালদা রক্ষা আন্দোলনেও অন্যন্য ভূমিকা রেখে প্রশাসন ও পরিবেশবাদীদে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আজকে বাবা দিবসে মাহে রমজানের এই দিনে বৃদ্ধাশ্রমে বসবাসকারী সন্তানদের কাছ থেকে ভালবাস বঞ্চিত মা-বাবাদের সাথে ইফতার আয়োজন করে আরো একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে।

১৮ জুন নোয়াপাড়া আমিনা-বশর বয়স্ক পুনবাসন কেন্দ্রে এখানকার প্রবীণ বাসিন্দাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তাগণ এই অভিমত ব্যক্ত করেন। রাউজান নিউজের প্রধান সম্পাদক মীর মোহাম্মদ আসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন হালদা নদী রক্ষা আন্দোলনের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া। প্রধান বক্তা ছিলেন কলামিষ্ট অধ্যাপক মাছুম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাউজান নিউজের সম্পাদক কামরুল ইসলাম বাবু।

এস এম মুজিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সম¥ানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দেশ টিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান ছৈয়দ আলমগীর সবুজ, বিজয় টিভি’র বিভাগীয় প্রধান মোহাম্মদ শহিদুল্লাহ, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জাফর আহমদ, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া মেম্বার, উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর সিকদার, কবি নজরুল সাহিত্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম সুমন, ব্যাংকার মফজ্জল হোসেন, কালের কন্ঠের কর্মকর্তা আলমগীর হায়দর, প্রকৌশলী পলাশ বড়–য়া, বিজয় টিভির ষ্টাপ রির্পোটার ফখরুল ইসলাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান গাউছিয়া কমিটির কর্মকর্তা ব্যবসায়ী মোহাম্মদ সৈয়দ, আওয়ামীলীগ নেতা সোলাইমান বাদশা, প্রকৌশলী আনোয়ারুল আজিম ছিদ্দিকী, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সাংবাদিক হাবিবুর রহমান, মোহাম্মদ ইসমাইল, উরকিরচর জনতা সংঘের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, দক্ষিণ রাউজান পূজা কমিটি নেতা রুবেল বৈদ্য, সাংবাদিক আমির হামজা, মোহাম্মদ সুমন উদ্দীন, মোহাম্মদ জোবায়েদ। অনুষ্ঠানের শেষ পর্বে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জন্য বিজয় টিভির পক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।