তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম :

চট্টগ্রামের ছাত্রলীগ নেতা মাহমুদুল হকের হত্যা মামলার আসামি আবদুল কুদ্দুসকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত বায়েজিদ বোস্তামী থানার জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমূল আবাসিক থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আজ সকালে আদালতে চালাম দেওয়া হয়েছে বলে জানান কোতোয়ালী থানার এএসআই বিকাশ চন্দ্র শীল।

জানা যায়, দীর্ঘ ২০ বছর আগে নগরীর মোমিন রোডের দস্তগীর হোটেলের সামনে ১৯৯৬ সালে ছাত্রলীগের সহসম্পাদক মাহমুদুল হককে হত্যা করা হয়।

কোতোয়ালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল আহমদ বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত লক্ষ্মীপুরের কুদ্দুস তখন দস্তগীর হোটেলের রুটির তৈরির কারিগর ছিলেন। ওই হোটেলের সামনেই ছুরিকাঘাত করে মাহমুদুলকে খুন করেন তিনি। এরপর তিনি ছিন্নমূল এলাকায় জায়গা দখল করে বসবাস শুরু করেন। হত্যাকান্ডের পর একবার গ্রেফতার হন কুদ্দুস। জামিনে এসে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলাও রয়েছে বলে জানান তিনি জানান।