হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ: 

টেকনাফে শীর্ষ মানব পাচারকারীর হাতে এক ক্ষুদে ব্যবসায়ী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া নিবাসী মৃত আব্দুস সোবহানের পুত্র ক্ষুদে ব্যবসায়ী আব্দুল মাজেদ প্রতিবেশী শীর্ষ মানব পাচারকারীসহ কয়েকজন সস্ত্রাসীরা তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। গত ২ জুন বিকালে এ ঘটনা ঘটে। বর্তমানে আব্দুল মাজেদ (৬০) টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মাজেদ (৬০) স্থানীয় সংবাদকর্মীদের বলেন, জমি সংক্রান্ত প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এই ঘটনার গ্রাম্য শালীস বিচারে বাদু কোম্পানী আমার প্রতিপক্ষের বিচারে এসেছিল। সেদিন তাঁর সাথে সামান্য কথা কাটাকাটি হয় এবং তারই জের ধরে শুক্রবার আসর নামাজের পর বাড়ির সামনে যাওয়ার পথে বাদু কোম্পানীসহ স্ত্রী ও ছেলেরা লোহার রড দিয়ে বেধড়ক মারতে থাকে। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ও দশ হাজার টাকা ছিনিয়ে নেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।