বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ হুমায়ন ইসলাম সুমনের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ শনিবার কক্সবাজারের উখিয়া, টেকনাফ, কুতুপালং সহ বিভিন্ন ‘মোরা’ আক্রান্ত এলাকায় ত্রাণ ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করেন। এই জনসেবামূলক কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও ওষুধ সামগ্রীর পাশাপাশি কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকেও বিপুল পরিমাণ ওষুধ ও ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়। কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এই উদ্যোগে উপস্থিত ছিলেন সভাপতি ডাঃ মুসাব্বির হোসেন তানিম, সিনিয়র সহসভাপতি ডাঃ রাজীব দাশ, সাধারণ সম্পাদক মোস্তফা ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই জনসেবামূলক উদ্যোগে মোরা আক্রান্ত এলাকার মানুষের মনে একটু হলেও স্বস্তি এসেছে।
মেডিকেল কলেজ ছাত্রলীগের ত্রাণ ও ওষুধ বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।