নুরুল কবির, বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউপি’র ৯টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে সাধারণ ভোটাররা ভোট দেয়। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। কোন কেন্দ্র কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রত্যেক কেন্দ্রে বিজিবি টহল দিতে দেখা গেছে।
এছাড়াও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রত্যেক কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সদর ইউপি’র ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১০হাজার ৪শ ৪৭জন। এর মধ্যে পুরুষ ৫হাজার ৪শ ১জন ও ৫হাজার ৪৬জন মহিলা। আওয়ামী লীগ থেকে তসলিম ইকবাল ও বিএনপি থেকে মো:নুরুল আলম কোম্পানী প্রতিদন্ধিতা করছে।
উপজেলা নিবাচন অফিসার তরুন কুমার চাকমা জানিয়েছেন, এ সকাল থেকে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন চলছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।