জালাল আহমদ , ঢাবি প্রতিনিধি :

আজ ২২ মে অনুষ্ঠিত   বাংলাদেশের ২য় সংসদ নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে   ৩৫ টি পদের মধ্যে  ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের নীল প্যানেল ৩৩ টি এবং বিএনপি সমর্থিত শিক্ষকদের সাদা প্যানেল  ২ টি পদে  নির্বাচিত  হয়েছে।
নীল প্যানেল হতে যারা নির্বাচিত হয়েছে: ড. মো: আফতাব আলী শেখ(৯২৭), ড. সাবিতা রিজওয়ানা রহমান (৮৭৫),ড. মো:  জিয়াউর রহমান  (৮৬৩), শিবলী রুবাইয়াতুল ইসলাম (৮৪৫),  ড. মো: রহমত উল্লাহ (৮২৭),ড.আবু জাফর মোঃ  শফিউল আলম ভুইয়া  (৮১৮),ড. আবু মো: দেলোয়ার হোসেন(৮০৩), ড. ইসতিয়াক মঈন সৈয়দ (৮০৩),ড. মো: আবদুুস সামাদ (৭৯৬),ড. মুবিনা খন্দকার (৭৮২),ড. চন্দ্রনাথ পোদ্দার(৭৭৮),ড.দেলোয়ার  হোসাইন (৭৭৭),ড. আ ক ম জামাল উদ্দীন(৭৬৬),ড.মো: আবদুল আজিজ (৭৬২), মিসেস লাফিফা জামাল (৭৬২),ড. নাজমা শাহীন (৭৬১),ড. মো:মজিবুর রহমান(৭৬০), ড. মো: হাসিবুর রশীদ (৭৬০),ড. সুুুুব্রত কুমার আদিত্য(৭৬০),ড. আবুল মনসুর আহমদ (৭৫০),ড. মো : আফতাব উদ্দিন (৭৪৫),ড. সুপ্রিয়া সাহা(৭৪০),ড. এস. এম. আবদুর রহমান(৭৩৮),ড. জান্নাতুুল  ফেরদৌস(৭৩০), মো: আলী আক্কাস (৭১৯),ড. কাজল কৃষ্ণ ব্যানার্জী(৭০৯),ড. বায়তুল্লাহ কাদেরী(৬৯৬),ড. কাজী হানিয়াম মারিয়া (৬৮৪), মিসেস  নুসরাত জাহান  (৬৮৩),এস এম রেজাউল করিম(৬৮২),ড. পাপিয়া হক (৬৮১),মো ফজলুর রহমান(৬৮১),ড. তৌহিদা রশীদ (৬৫৮) এবং

বিএনপি-জামায়তপন্থী সাদা প্যানেল হতে
নির্বাচিত হয়েছেন  লুৎফুুর   রহমান (৮২২) ও   ড.এবি এম    ওবায়দুল ইসলাম(৬৬৭)।