জাহেদুল ইসলাম, লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও বিদ্যালয়ের ২জন অবসরপ্রাপ্ত শিক্ষিকার বিদায় ও মা সমাবেশ ২২ মে সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নবাগত প্রাথমিক শিক্ষা অফিসার বাবু মানবেন্দ দাশ, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাচ্ছান, উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক আবদুর রাজ্জাক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভিপতি ডাঃ মোহাম্মদ এমরানের সভাপতিত্বে আরো অতিথি ছিলেন আমিরাবাদ ইউপি সদস্য ও উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আতাউর রহমান চৌধুরী বাবুল, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শফিক আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনসুর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার আলী আহমদ, হাজার বিঘা নুরুল ইসলাম মাষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পার্থ সারথী দাশ গুপ্ত, মল্লিক ছোবহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সানজিদা বেগম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হাসনা হেনা বিউটি, সাংবাদিক রায়হান সিকদার, সাংবাদিক জাহেদুল ইসলাম, সাংবাদিক খোকন সুশীল, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবিকারা। অনুষ্ঠান শেষে গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তবে মা’দের বেশি সচেতন হতে হবে। মা সচেতন হলে সন্তান মানুষের মতো মানুষ হবে। সন্তানদের প্রতি মায়ের ভূমিকা বেশি। তাই সন্তানদের মানুষ করার আগে পরিকল্পনা করে মানুষের মতো মানুষ করতে হবে। পরিকল্পনা ছাড়া মানুষের মতো মানুষ হবেনা।