মোহাম্মদ হোসেন, হাটহাজারী: 
চট্টগ্রাম-নাজিরহাটগামী লোকেল ট্রেনটি সিডিউল বিপর্যয়ের কারনে ঘরমুখী মানুষের চরম দুর্ভোগে পড়েছে। ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়ে যায়নি বলে জানান সংশ্লিষ্টরা। ৫টা ৩০ মিনিটে প্রতিদিন চট্টগ্রাম থেকে নাজিরহাট এর উদ্যোশ্য ছাড়েন। কিন্ত ২ মে সে ট্রেনটি ছাড়ে ৬টা ৩০ মিনিটে। বার বার এ ভাবে নাজিরহাটগামী ট্রেনটি বিলম্বে ছাড়ার অভিযোগ করেন যাত্রী সাধারণ।

সরোজমিনে দেখা যায়, হাটহাজারী যাবেন বলে বেলা ৫টার কিছু আগেই হাজির হন জসিম উদ্দিন সিকদার জীবনে এই প্রথম চট্টগ্রাম হাটহাজারীতে আসছিলেন বলে জানান। কিন্ত দুর্ভাগ্য তার ৭টাকা টিকেট নিয়ে এক ঘন্টা কস্ট করে হাটহাজারীতে আসতে হলো।
যাত্রী নাজিম উদ্দিন জানান,প্রায় সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নাজিরহাটগামী ট্রেনটি কোনো না কোনো অজুহাতে বিলম্ব ছাড়েন।
বিষয় গুলো কর্তৃপক্ষকে জানানোর ও কোনো সুরাহা হয় না। বিষয় গুলো তদারকি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেন যাত্রীসাধারণ।