এম.জুবাইদ.পেকুয়া :

পেকুয়া উপজেলার শিলখালীতে মতবিনিময় করেছেন জেলা পরিষদ সদস্য লায়ন কমরুদ্দিন আহমদ। গতকাল ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় ইউপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। শিলখালী ইউপি’র ৩-৩ বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নুরুল হোছাইনের সভাপতিত্বে ইউপি সচিব মোঃ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বশির আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্থানীয় ইউপি’র নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ কাজিউল ইনসান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন আহমদ, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক এস এম. ছগির আহমদ আজগরী, সাবেক মেম্বার আওয়ামীলীগ নেতা শহিদুল আলম শহুদু, ইউপির প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আবদুল আউয়াল দুলাল এমইউপি, ১নং ওয়ার্ডের মেম্বার জামাল হোসাইন জানু এম্ইউপি, ৩নং ওয়ার্ডের মেম্বার মৌলভী মোঃ আবদুল মালেক এমইউপি, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ সাহাবউদ্দিন এমইউপি, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু ছিদ্দিক এমইউপি, ৬নং ওয়ার্ডের মেম্বার আহমদ শফি এমইউপি, ৭নং ওয়ার্ডের মেম্বার আবু তাহের এমইউপি, ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুস ছমদ এমইউপি, স্থানীয় মোঃ শরীফ খান, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ বাহাদুল করিম ও আরো অনেকেই। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত (১, ২ ও ৩ নং) ওয়ার্ডের নারী সদস্যা মোছাম্মৎ ফরিদা ইয়াছমিন এমইউপি, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নির্বাচিত ছেনুয়ারা বেগম পুতু এমইউপি, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের নির্বাচিত মোছাম্মৎ শাহানা বেগম এমইউপি ও আওয়ামীলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন প্রমুখ। এসময় কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য জননেতা আলহাজ¦ লায়ন এম. কমরউদ্দিন আহমদ তার নির্বাচনী প্রতিশ্রুতি অঙ্গীকার পূরনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেভাবে আমাকে আপনারা নির্বাচিত করেছেন ঠিক সেই ভাবে সহযোগিতা সমর্থন দিয়ে গেলে শুধু নির্বাচনী প্রতিশ্রুতিই নয় গোটা নির্বাচনী এলাকা তথা বৃহত্তর চকরিয়ার মাটি ও মানূষের ভাগ্যোন্নয়নে নিজেকে আমৃত্যু নিয়োজিত রাখবো। আর আমার নির্বাচনী অঙ্গীকার পূরনের পথযাত্রা শুরু হবে পেকুয়ার শিলখালীকে অগ্রাধিকার দিয়েই। এসময় বক্তাগণ তাদের বক্তব্যে তাদের স্বঃ স্বঃ এলাকার বিভিন্ন সমস্যা আলোকপাত করে তার সমাধানে জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধির সর্বাত্মক সাহায্য সহযোগিতা কামনা করেন। উক্ত সভায় উপস্থিত আওয়ামীলীগ নেতবৃন্দ জেলা পরিষদ সদস্য লায়ন কমরউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষন করে বলেন, শুধু শিলখালী পরিষদ সংশ্লিষ্টদের দেখলে হবেনা। বিএনপি-জামাত জোট নেতাকর্মী নেতৃত্বাধীন ওই পরিষদের কার্যক্রমে স্থানীয় ক্ষমতাসীনদলের প্রতিনিধিত্ব, তাদের সুপারিশ প্রস্তাব মতে সরকারী কার্যক্রম চলছে কিনাও তারও দেখভালোর দাবী জানান। এদিকে, সভায় ২০১৫সালে শিলখালী ছালামিয়া মজিদিয়া ও শাহ খিজিরীয়া মাদ্রাসার উন্নয়ন এবং জারুলবনিয়া গুরাঘোনাপাড়া সামাজিক কবরস্থান সংষ্কার প্রতিষ্টায় জেলা পরিষদ প্রশাসক বর্তমান চেয়ারম্যান জননেতা খান বাহাদুর আলহাজ¦ মোশতাক আহমদ চৌধুরীর প্রতিশ্রুতির বাস্তবায়নে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা লায়ন কমরউদ্দিন আহমদের সহায়তা কামনা করলে বিষয়টি তিনি আগামী ৩০ এপ্রিলের সভায় উত্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থার আশ^াস দেন তিনি।