শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)
নাইক্ষ্যংছড়ির সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ছে। জড়িত রয়েছে শক্তিশালী দালাল চক্র।

২১ এপ্রিল সকাল ১০ টায় মিয়ানমার থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জলপাইতলী নামক পয়েন্ট দিয়ে এপারে অনুপ্রবেশ কালে ১১ রোহিঙ্গা, ২ দালাল ও রোহিঙ্গাবাহী ২টি সিএনজি আটক হয়েছে তুমব্র বিজির হাতে।

জানা যায়, এসব রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটাতে সক্রিয় ভুমিকা পালন করছে ঘুমধুম সীমান্তের সিএনজি চালক লম্বা নুর হোছন। তার নেতৃত্বে রয়েছে আরো ৪২ জন দালাল।