ডেস্ক নিউজ:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে এ সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিন চবিতে পরীক্ষা নিতে বাধা দেওয়া, ভাংচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনের দুই নেতাকে বহিষ্কার করলো কেন্দ্রীয় ছাত্রলীগ।
বহিষ্কৃতরা হলেন ছাত্রলীগের চবি শাখার উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল ও সহ-সম্পাদক আবদুল্লাহ কায়সার শাকিল। বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিপুল ও শাকিলকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত শিক্ষার্থী আবদুল্লাহ আল কায়সারকে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। এ কারণে দলবল নিয়ে সমাজবিজ্ঞান অনুষদের তৃতীয় তলায় পরীক্ষা নেওয়ার কার্যক্রমে বাধা দেন তিনি। পুলিশ যাওয়ায় সেখানে সুবিধা করতে পারেননি তারা।
এরপর সমাজবিজ্ঞান অনুষদের নিচতলায় নেমে ভাংচুর চালায় চবি ছাত্রলীগ শাখার নেতাকর্মীরা। পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দিলে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে জিরো পয়েন্টের দিকে চলে যান। তখন ছাত্রলীগ নেতাকর্মীদের নিক্ষিপ্ত ইট-পাটকেলে আহত হন পাঁচ পুলিশ। এছাড়া বহিষ্কৃত শিক্ষার্থী দলবল নিয়ে শাটল ট্রেনের পাঁচটি বগির হোস পাইপ কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।