শফিউল্লাহ নান্নু

এলোমেলো কেন আমার এ জীবনের প্রতিটি ক্ষণ

তোমায় ভেবে ভেবে দিশেহারা হয় যে আমার এই মন।

কেন চলে গেলে এতো দূরে,রেখে গেলে আমায়

আমি ভালোবাসি,শুধু ভালোবাসি আজো তোমায়।

তোমার আমার কতো কথা, কত স্মৃতি মনে পড়ে

কষ্ট নামের এই পৃথিবী আঘাত করে বারেবারে।

তুমি সুখী হও, তুমি সুখে রও এই তো আমার চাওয়া

ভালোবেসে হারিয়েছি তোমায়,এই তো বড় পাওয়া।

 

টেকনাফ,কক্সবাজার।