বার্তা পরিবেশক :

কক্সবাজার শহরের লালদিঘীর পাড়স্থ ইডেন গার্ডেনের স্বত্ত্বাধিকারী কাজল পাল পরলোকগমন করেছেন। সোমবার দুপুর ১২ টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এদিকে সোমবার রাতেই কক্সবাজার কেন্দ্রীয় মহা-শ্মশানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। কাজল পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজারের প্রবীণ আইনজীবি রাখাল চন্দ্র মিত্র। তিনি কাজল পালের আত্মার সদগতি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।