কুতুবদিয়া প্রতিনিধি :

কক্সবাজারের কুতুবদিয়ায় ইভটিজিং এর দায়ে আনোয়ার হোসেন নামের এক বখাটেকে ধরে এনেছে পুলিশ।

গতকাল ১৬ এপ্রিল (রবিবার) সকাল ১১টার দিকে উপজেলার ধুরুং বাজার এলাকা থেকে আটক করা হয়। জানা যায়, সে দুক্ষণ ধুরুং ই্উনিয়নের ৩ নং ওয়ার্ড,পূর্ব আলী ফকির ডেইল গ্রামের মোজাম্মেল হকের পুত্র।

আনোয়ার হোসেন দীর্ঘ দিন ধরে একই ইউনিয়নের নূরার পাড়া গ্রামের মনজুর আলমের মাদ্রাসা পড়–য়া কন্যাকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনেকবার শালিস বিচার হলেও কোন ধরনের তোয়াক্কা করছিলনা বখাটে আনোয়ার হোসেন।

তার অত্যচার সহ্য করতে না পেরে সর্বশেষ গত ১৫ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেন কণ্যার পিতা মনজুর আলম। তারই প্রেক্ষিতে ১৬ এপ্রিল বখাটে আনোয়ারকে ধরে নিয়ে আসে পুলিশ।