নুরুল কবির, বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দূর্গম পাহাড়ে অস্ত্রের কারখানায় পুলিশের অভিযানে, একনলা সচল ১টি বন্দুক ও বিপুল অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে থানা পুলিশ ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বন) রাত দেড় টায় উপজেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরের আলিক্ষ্যং মৌজার লেদুখালের তীরে বক্কর রাবার বাগানের কারখানা থেকে এ সব অস্ত্র তৈরির মালমাল উদ্ধার করে।থানা পুলিশ সূত্রে জানা যায় খবর পেয়ে থানার অফিসার ইনর্চাজ ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় এবং সেকেন্ড পুলিশ অফিসার নুরুল ইসলাম নেতৃত্বে বিশেষ একটি টিম অভিযান পরিচালনা করেন। পা হেটে ৩ ঘন্টা পর কারখানাস্থলে পৌঁছেন অভিযানকারী দলটি। তখন রাত ১টা পার হয়ে যায়। দেড়’শ গজ দূরে কারখানার প্রধান সড়ক ২টিতে পাহারাদার। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের কারিগর সহ সহযোগীরা পাহাড়ি পথ দিয়ে কমান্ডো স্টাইলে পালিয়ে যায়।

পুলিশ কারখানা থেকে ১ টি ১নালা সচল বন্দুক সহ বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করে।

নাইক্ষংছড়ি থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, চিহ্নিত কিছু পেশাদার কারিগর এ অস্ত্র তৈরী করছিল। তারা ইতিপূর্বে ৫ টি অস্ত্র বানিয়ে বিক্রি করছে। থানায় এ বিষয়ে মামলা হয়েছে। জড়িতদের আটকের অভিযান চলছে।