সিবিএন ডেস্ক:
চট্টগ্রামের কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে একটি ছোট জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তির মারা গেছেন। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৩ জন।

বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে জাহাজে মেরামত কাজ (ওয়েল্ডিং) করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জুনায়েদ (৩২)।

ওসি এবিএম মিজানুর রহমান জানান, কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চর পাথরঘাটা এলাকায় একটি তেলবাহী ছোট জাহাজ নোঙর করে সেটিতে মেরামত কাজ করা হচ্ছিল। জাহাজের ইঞ্জিন রুমে ওয়েল্ডিং-এর কাজ করার সময় সেখানে গ্যাস সিল্ডিারের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জুনায়েদ নামের একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে অন্তত আরও তিন জন আহত হয়েছেন বলে। এদিকে বিস্ফোরণের পর নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করতে গিয়ে সাদ্দাম নামের অপর এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।