জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের অপু ধর (৩৩) নামের সাজাপ্রাপ্ত ৫টি মামলাসহ ২৪ মামলার এক আসামিকে অবশেষে চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে নাইক্ষ্যংছড়ি থানা’র পুলিশের চৌকস অফিসার অরুন এবং মোস্তাফার নেতৃত্বে বিশেষ একটি টিম।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার সময় চট্রগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত অপুধর নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মসজিদ ঘোনার এলাকার দুলাল ধরের ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, প্রতারণা করে অপু ধর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এসব অভিযোগ নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ২৪টি চেক প্রতারণার মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় দুই বছর থেকে তিনবছরের সাজা দিয়েছেন আদালত। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।