মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আগামী শনিবার ৭ আগস্ট থেকে সোমবার ৯ আগস্ট পর্যন্ত একটানা তিনদিন কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের ১২ টি টিকা কেন্দ্রে একযোগে করোনার টিকা দেওয়া হবে। বুধবার ৪ আগস্ট কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভ্যাকসিনেটরদের প্রশিক্ষণ ও পৌর পরিকল্পনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রতি ওয়ার্ডে প্রতিটি টিকা কেন্দ্রে ২০০ জনকে টিকা প্রদান করা হবে।

কক্সবাজার পৌরসভার যেসব প্রতিষ্ঠানে টিকা কেন্দ্র স্থাপন করা হবে সেগুলো হল-
১ নম্বর ওয়ার্ড-কুতুবদিয়া পাড়া উপকুলীয় প্রাথমিক বিদ্যালয়, ২ নম্বর ওয়ার্ড-এয়ারপোর্ট পাবলিক উচ্চ বিদ্যালয়, ৩ নম্বর ওয়ার্ড-কস্তুরা ঘাট প্রাথমিক বিদ্যালয়, ৪ নম্বর ওয়ার্ড-আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ৫ নম্বর ওয়ার্ড আলির জাঁহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা, ৬ নম্বর ওয়ার্ড-ডিককুল হার্ভাড কলেজ, ৭ নম্বর ওয়ার্ড-টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট), ৮ নম্বর ওয়ার্ড-কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৯ নম্বর ওয়ার্ড-বিবেকানন্দ বিদ্যা নিকেতন, ১০ নম্বর ওয়ার্ড-পৌর প্রিপ্যার‍্যাটরি উচ্চ বিদ্যালয়, ১১ নম্বর ওয়ার্ড-বাহারছড়া ফোরকানিয়া মাদ্রাসা এবং ১২ নম্বর ওয়ার্ড-সৈকত কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল, কলাতলী।

সভায় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহানা আক্তার পাখি, পৌরসভার স্বাস্থ্য সমন্বয়কারী শামিম আকতার, কাউন্সিলর আকতার হোসেন, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর দিদারুল আলম রুবেল, কাউন্সিলর শাহাবুদ্দিন সিকদার, কাউন্সিলর ওমর সিদ্দিক লালু, কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর রাজ বিহারী দাশ, কাউন্সিলর ইয়াসমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাসিমা আক্তার বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।