জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারি সেবা নম্বর ৩৩৩ এ কল দিলেই খাবার পৌঁছে দিচ্ছে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। করোনা মহামারির কারণে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ও বন্যার কারণে ক্ষতিগ্রস্থ মানুষ এবং অন্য যে কোনো পেশার ব্যক্তির বাসায় খাবার না থাকলে জাতীয় সেবা ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়ার আহ্বান জানিয়েছেন ইউএনও সালমা ফেরদৌস।
জনগণের দৌড় গোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ২০১৮ সালের ১৩ এপ্রিলে সরকার “সরকারি তথ্য ও সেবা সব সময়” এই প্রতিপাদ্যে ৩৩৩ চালু করে।করোনার এ সময়ে যার সুফল পাচ্ছে দেশের মানুষ।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস এই প্রতিবেদকে বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার যে কোনো ব্যক্তির বাড়ীতে খাবার না থাকলে ৩৩৩ এ ফোন করুন। খাবার আপনার বাড়িতে পৌঁছে দেয়া হবে। তিনি আরো বলেন এই বিষয়ে সরকার খুবই আন্তরিক।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের এর উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলার সাধারণ মানুষ।
যাদের ঘরে খাবার নেই তারা ৩৩৩ এ ফোন করলেই তাদের বাড়িতে উপজেলা প্রশাসন খাবার পৌঁছে দিবে। উপজেলা প্রশাসান নিঃসংকোচে উপযুক্ত লোকদের খাবার নিতে অনুরোধ করেছেন।