সংবাদদাতা:

“মাস্ক পরি, সুস্থ থাকি” এ শ্লোগানকে সামনে রেখে মাস্ক বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে মহেশখালী রেড ক্রিসেন্ট টিম।
আজ শুক্রবার (২৯ই জুলাই) বড় মহেশখালী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে মাস্কবিহীন পথচারী, বিভিন্ন পরিবহনের যাত্রী, চালক এবং স্থানীয় দোকানদারদের মাঝে মাস্ক বিতরণ করে মহেশখালী রেড ক্রিসেন্ট টিম।

এসময় উপস্থিত ছিলেন মহেশখালী রেড ক্রিসেন্ট টিমের সদস্য জজাউল এহেসান, শাহরিয়ার কবির, মিজানুর রহমান, ওসামা সামাদ কাজল, ফাহিম, মহিউদ্দিন আজাদ, জিশু দে।

এসময় মহেশখালী রেড ক্রিসেন্টের সিনিয়র সদস্য মুহাম্মদ আশেক উল্লাহ বলেন, মহামারি করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণের হার রোধকল্পে ও জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মহেশখালী রেড ক্রিসেন্ট টিমের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বড় মহেশখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে মাস্কবিহীন ব্যক্তিদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালানো হয়।
তিনি আরও বলেন, মহামারি করোনার এমন তান্ডব থেকে মহেশখালীবাসিকে রক্ষা করতে প্রশাসনের সহযোগিতায় ভবিষ্যতেও নানান কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিবে।