নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা এম.আব্দুল হাই সড়কে বৃক্ষ রোপন করা হয়েছে।
রবিবার (১১ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে বৃক্ষরোপন অভিযান শুরু করেছে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগ।
কর্মসুচির উদ্বোধন করেন ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম।
তিনি বলেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উখিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটনের নেতৃত্বে আমরা হলদিয়া পালং ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ পশ্চিম মরিচ্যাস্থ বীর মুক্তিযোদ্ধা এম আব্দুল হাই সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। কর্মসূচি আগামী তিন মাস যাবত চলমান থাকবে। পর্যায়ক্রমে হলদিয়া পালং ইউনিয়নের বিভিন্ন মসজিদে, মাদ্রাসা, মন্দির, গির্জা ও বিভিন্ন সড়কে বৃক্ষরোপন করা হবে।
এ সময় ইউনিয়ন কৃষক সিনিয়র সহ-সভাপতি আব্দু রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হাকিম, সাংগঠনিক সম্পাদক রিপন মির্জা, সাংগঠনিক সম্পাদক জাফর আলম, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ এহসান, সাধারণ সম্পাদক মোঃজসিম উদ্দিন, ৪ নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি সানোয়ার, সাধারণ সম্পাদক সৈয়দ আলম, ৭নং ওয়ার্ড সভাপতি শাহিন ছিদ্দিক, সাধারণ সম্পাদক জয়নাল উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।