আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :
দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ জাহেদ (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাহেদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ইয়াছিন পাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান জুনাইদ জানান, জাহেদ দীর্ঘ ৯/১০ বছর ধরে সেখানে ব্যবসা করতেন।
সেখানে তার একটা ছোটভাই রয়েছে। গত ১৫ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন জাহেদ। আক্রান্ত হওয়ার পর সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাহেদর মৃত্যু বিষয়টি সেখানে অবস্থানরত তার ছোট ভাই পরিবারকে জানান।
তিনি আরো বলেন, জাহেদের মৃত্যুর খবর পেয়ে আজ শুক্রবার ( ৯ জুলাই ) সকালে আমি জাহেদের পরিবার পরিবার সাথে দেখা করি। দক্ষিন অফ্রিকায় জাহেদর মৃত্যুতে গ্রামে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।