আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করে বিক্রির সময় মাছসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। ওই ট্রাক থেকে বিভিন্ন ধরনের ৩৯ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত সামুদ্রিক মাছগুলো উপজেলার ২৮টি এতিমখানায় বিতরণ করা হয়। আর দুই হাজার টাকা জরিমানা করা হয় ট্রাক চালককে।
মঙ্গলবার ভোরে আনোয়ারা উপজেলার গহিরা উঠান মাঝির ঘাট এলাকা থেকে মাছসহ ওই ট্রাকটি জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
মৎস্য কর্মকর্তা জানান, ২০ মে থেকে ২৩ জুলাই সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের কারণে ৬৫ দিনের জন্য মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করে ঘাটে বিক্রি করছিলেন জেলেরা। ব্যবসায়ীরা ট্রাকভর্তি মাছ নিয়ে ফেরার সময় ওই ট্রাকটি জব্দ করা হয়। পরে উপজেলার ২৮ টি এতিমখানায় মাছগুলো বিতরণ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ করা ট্রাককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।