ফেসবুক কর্ণার:
আবিষ্কৃত একটা গ্রহও পৃথিবীর মত সজ্জিত নয়।পৃথিবীকে আল্লাহ্ পাক বেহেশতের সামান্য নমুনা দিয়ে সাজিয়েছেন।বেহেশতের মূল ও আদি অধিবাসী মানুষের বসবাস উপযোগী মিনিমাম উপাদান সমৃদ্ধ করে পৃথিবীকে সাজানো হয়েছে। যাতে স্বর্গের আদি অধিবাসীরা পরীক্ষা দেয়ার জন্য অল্প কিছুকাল অন্তত: এখানে টিকে থাকতে পারে। একটা মানুষের আজীবন বা চিরকাল টিকে থাকার কিংবা অমর থাকার কোন উপাদান এই পৃথিবীতে রাখা হয়নি।ফলে যতই বিশুদ্ধ পরিবেশে বসবাস করুক না কেন মানুষ এক পর্যায়ে জরাগ্রস্ত হয়ে কিংবা রোগাক্রান্ত হয়ে অথবা অন্য কোন কারণে মারা যাবেই।কারণ পৃথিবীতে মানুষ নিজেই এলিয়েন।এটা প্রকৃত আবাসস্থল নয়।
আল্লাহ্পাক বিশেষ প্রক্রিয়ায় এই এলিয়েনদের বসবাস এই গ্রহে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিশ্চিত করেছেন।
এই বিশাল কাজটা মহান আল্লাহ্ পাকের অদৃশ্য প্রশাসন কর্তৃক কঠোর, সুচারু এবং সুনিপুণভাবে নিয়ন্ত্রিত।

Mohammad Mahabubur Rahman -এর ফেসবুক টাইমলাইন থেকে।