আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
করোনা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২২ জনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা,মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল এবং স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় ২২টি মামলায় ১৬ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী পৃথকভাবে এ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আগামী দিনগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।