বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে অসহায় দুস্থ পরিবাররের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গল ও বুধবার গত দুই দিনে ১৭টি পরিবারের মাঝে ১লাখ ২৫হাজার ৫০০টাকা নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার মানুষ অসুস্থ্যতাসহ নানা কারণে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার বরাবর আবেদনের প্রেক্ষিতে এই সহায়তা প্রদান করা হয়।

সেনা রিজিয়ন সূত্রে জানা গেছে, ২৯ জুন ৭ পরিবারের মাঝে ২৭ হাজার ৫০০ টাকা এবং অসুস্থ রোগী (ক্যান্সার, করোনা ও অন্যান্য চিকিৎসার জন্য) ৪০ হাজার টাকাসহ মোট ৬৭ হাজার ৫০০টাকা বিতরণ করা হয়। পরেরদিন ৩০জুন ১০ পরিবারকে ৫৮ হাজার টাকা এবং স্ব-উদ্যোগে উপার্জন করার লক্ষ্যে একজন অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করেন সেনা রিজিয়নের জি টু আই মেজর মুহাম্মদ এরশাদ উল্লাহ। এসময় সেনা রিজিয়ন সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পাবত্য জেলা বান্দরবানে বসবাসরত বাঙ্গালীসহ সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্বক সহায়তা প্রদান করে আসছে।