মোহাম্মদ আকিব বিন জাকের, মহেশখালী:
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন মহেশখালী রেঞ্জে সুফল প্রকল্পের আওতায় শুরু হয়েছে ২০২০-২১ অর্থ বছরের ২০.০০ হেক্টর ধীর বর্ধনশীল মিশ্র বাগানের চারা রোপণের কাজ।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাই মাসে ৫ বছর ব্যাপী ‘সাসটেইনেবল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড (সুফল) প্রজেক্ট’ হাতে নেওয়া হয়। এর মূল উদ্দেশ্য ছিল সরকারি বনজসম্পদ ব্যবস্থাপনা, বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানো। পাশাপাশি বনজসম্পদ উজাড় রোধ ও বন নির্ভর জনগোষ্ঠীর বিকল্প জীবিকা সুবিধা দেওয়া। প্রকল্পের মেয়াদ শুরুর ৬ মাসের মাথায় গত বছর ডিসেম্বরে কাজ শুরু হয়।

এরই ধারাবাহিকতায় আজ ৩ ই জুন চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন মহেশখালী রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা অভিজিত কুমার বড়ুয়ার নির্দেশনায়, রেঞ্জের কালারমারছড়া বিট কর্মকর্তা আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে মহেশখালী রেঞ্জের কালারমারছড়া বিটে শুরু হয়েছে সুফল প্রকল্প আওতায় বাগান সৃজনের কাজ।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা অভিজিত কুমার বড়ুয়া বলেন, আমরা সুফল প্রকল্পের আওতায় চলতি ২০২০-২১ অর্থ বছরে ২০.০০ হেক্টর ধীর বর্ধনশীল মিশ্র বাগানের চারা রোপণের কাজ আরম্ভ করেছি।
সুফল প্রকল্প বাস্তবায়নে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। এবং এই ধারা অব‍্যাহত থাকবে।