মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে কুতুবদিয়ার পশ্চিম আলী আকবর ডেইল বায়ু বিদ্যুৎ এলাকার বিস্তৃর্ণ বেড়িবাঁধ ভেঙ্গে সমুদ্রের জোয়ারের পানিতে বাড়িঘর ডুবে অসহায় হয়ে পড়া মানুষকে জরুরিভিত্তিতে ত্রান ও খাদ্য সহয়তা দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন- কুতুবদিয়া উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এ.টি.এম নুরুল বশর চৌধুরী।

অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত কুতুবদিয়ার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বেড়ীবাঁধ ভেঙ্গে জেলাপাড়া, হায়দার বাপের পাড়া, নাসিয়ার পাড়া, হদ্দার পাড়া, তেলী পাড়া, পন্ডিত পাড়া, কাহার পাড়া, কাজীর পাড়া সহ কুতুবদিয়ার আরো বিভিন্ন এলাকার হাজার হাজার বাড়িঘর স্বাভাবিকের চাইতে ৫/৬ ফুট উচ্চতাসম্পন্ন সামুদ্রিক জোয়ারের পানিতে ডুবে গেছে। সহায় সম্পদ হারিয়ে অসহায় হয়ে পড়েছে এসব এলাকার মানুষ। বিশেষ করে শিশু, মহিলা ও বয়স্করা। তাদের অনেকে টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়, কুতুব আওলিয়া দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহ বিভিন্ন জরুরি সংকটে রয়েছে তারা। বিশিষ্ট রাজনীতিবিদ এ.টি.এম নুরুল বশর চৌধুরী এসব দূর্গত মানুষের কাছে সরেজমিনে গিয়ে তাদের অসহায়ত্ব দেখে গভীর উদ্বেগ প্রকাশ ও সহমর্মিতা প্রকাশ করেন। এসময় সহায়, সম্পদ হারা অসহায় লোকজন এ কঠিন দুঃসময়ে সময়ে মানবিক সমাজকর্মী এ.টি.এম নুরুল বশর চৌধুরীকে কাছে পেয়ে সাহসে বুক বাঁধেন এবং আবার অনেকে কান্নায় ভেঙে পড়েন।

অসহায় এসব অসহায় মানুষকে দ্রুত ত্রাণ, খাদ্য, চিকিৎসা সহায়তা সহ জরুরিভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা দিতে সাবেক সংসদ সদস্য এ.টি.এম নুরুল বশর চৌধুরী সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি দ্রুততম সময়ে আলী আকবর ডেইল, উত্তর ধুরুং এর ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ পূর্ণ নির্মাণ সহ সমগ্র কুতুবদিয়ায় অবিলম্বে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।