মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
চট্টগ্রাম উত্তর বন বিভাগের অভিযানেু ভূজপুর এলাকায় থেকে প্রায় ৭০ হাজার টাকার পিকআপ ভর্তি অবৈধ বনজ কাঠ জব্দ করেছে বনবিভাগ।

শুক্রবার (২১ মে) ভোর সকালে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে উক্ত কাঠ জব্দ করেন। জানা যায়, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক দিয়ে একটি পিকআপে ভর্তি করে বনজ কাঠ পাচার করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার সময় চট্টগ্রাম হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা নেতৃত্বে বনবিভাগের একটি দল মহাসড়কের ভুজপুর থেকে অভিযান চালিয়ে অবৈধ বনজ কাঠসহ পিকআপটি জব্দ করা হয়। এ ব্যাপারে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর জানান, অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার টাকার অবৈধ বনজ কাঠসহ একটি পিকআপ জব্দ করা হয়। কাঠ গুলো হাটহাজারী চেক স্টেশন হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।