রফিকুল ইসলাম (রিজভী)
ক’দিন ধরে ভাবছি, প্রকৃতিতে করিমু ভ্রমণ,
দেখব পাহাড় ঝর্ণারা, কে আছে কেমন?
সেই সুযোগ দিবেন, মোঃ শফিউল্লাহ স্যার,
দেখেছি প্রাকৃতিক সৌন্দর্যের কি যে বাহার।
অফুরন্ত ভালোবাসা, সব ভাই-সহোদর
আপনাদের হৃদয় ছোঁয়াতে খুশি বিভোর।
ভ্রমণের শুরুটা ছিল, চায়ের কাপে সকালে
নাম দিলাম তেমনি এক সংসারের বেড়াজালে।
প্রকৃতির আগলে রাখে শত জীবের আহার
আজকের দিনটি গানে-গল্পে উপভোগ করার।
কত ছবি তুলেছি একটু পরে থেমে থেমে
দিগন্তে কিছু ভ্রমণ কথা লিখছি কলমে।
হেঁটে যখন ওঠছি, পাহাড়ের প্রান্তরে
অশান্ত মনকেও টেনে নেয় প্রেমের দুয়ারে।
কি উপায়, সময় সে বড়ই কৃপণ
পাহাড় চূড়াই এখনও পড়ে আছে মন।
আদ্রপূর্ণ শীতল হাওয়ায় বিষন্নতা হয় বর্জন
প্রকৃতি ভ্রমণে অনেক কিছু হয়ছে অর্জন।
উন্মুক্ত পাহাড় সবুজ প্রকৃতির মায়াপুরে
এতবড় শহরে ঝটিকা সফরে কি মন ভরে?
পাহাড়-বুকে ঘোরাঘুরি আজ দিনভর
প্রকৃতিকে বিদায়ও দিতে হয়, দিন শেষ প্রান্তর।

-‘খুশির দিন’ কবিতা সিরিজ ০৩
রফিকুল ইসলাম (রিজভী)