মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরে প্রতিদিন প্রচুর পরিমাণে বর্জ্য উৎপাদন হয়। এসব বর্জ্য ব্যবস্থাপনায় কক্সবাজার শহরের অদূরে রামুতে একটি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ করা হবে। এজন্য রামুতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট তৈরীর উপযোগী জমি বাছাই করা হবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, প্ল্যান্টে ল্যান্ড ফিল্ড তৈরী করা হবে। সেখানে বর্জ্য পুড়িয়ে ডিসপোজাল করা হবে। শহর থেকে বর্জ্য অপসারণ ও পরিবহন করে প্ল্যান্টে নেওয়ার জন্য কক্সবাজার পৌরসভাকে প্রয়োজনীয় সংখ্যক ট্রাক, এস্কেলেটর, রোলার সহ অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ দেওয়া হবে বলে জানান কক্সবাজারের কৃতি সন্তান সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি আরো বলেন, কক্সবাজার শহরকে ঘিরে আমার একটা মহাপরিকল্পনা রয়েছে। সে মহাপরিকল্পনা অনুযায়ী পরিকল্পিতভাবে কক্সবাজার শহরকে সাজাতে হবে বলে জানান-সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। তার অংশ হিসাবে কক্সবাজার শহরকে পরিচ্ছন্ন রাখতে রামুতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।