“It’s not fair”

প্রকাশ: ১৬ মে, ২০২১ ০৬:৩৫

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


বিশ্বজুড়ে যে প্যালেস্টাইনের গাজার যে বালিকার কথাগুলো মর্মস্পর্শী হয়ে অনেকের বুকে বিদ্ধ হয়েছে তার কথা গুলো শুনুন-

দেখ তোমরা, তারা কিভাবে আমাদের বাড়িটি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি মাত্র ১০ বছরের একটি বালিকা এবং প্রায় সময় অসুস্থ থাকি। আমি কিভাবে যে ইসরায়েল মিসাইল মারে তাদেরকে আক্রমণ করব? তবুও কেন তারা আমার ঘরটা ধ্বংস করল?

আমাদের জনগণকে সেবা দেওয়ার জন্য আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু এখন আমি জানি না আমি কি করব। আমি খুব ভয়ের মধ্যে আছি। প্রতিদিন এই ধ্বংসলীলা যখন আমি দেখি, আমি নিজেকে প্রশ্ন করি – আসলেই কি আমরা এগুলোর প্রাপ্য? আমার পরিবার বলে, তারা নাকি আমাদের ঘৃণা করে কারণ আমরা মুসলমান। মুসলমানদের জন্য আইন কি এমন, মেরে ফেলো?

তুমি দেখ আমার চারপাশে সবাই শিশু। তারা কিভাবে মিসাইলের পর মিসাইল মেরে এই শিশুদের হত্যা করতে পারে? এটা মোটেই উচিত নয়।

It’s not fair.

ভিডিওটি এখানে দেখুন

 

সিবিএন’র জন্য ভাবানুবাদ ভাষান্তর – ইমরুল শাহেদ