অনলাইন ডেস্ক: কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই পৃথিবীতে আছড়ে পড়লো, চীনের রকেটের ধ্বংসাবশেষ। মালদ্বীপের পশ্চিমে ভারত মহাসাগরে আছড়ে পড়েছে এটি। চীনের সরকারি গণমাধ্যম এ তথ্য জানায়।

রবিবার (৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে, পৃথিবীর বায়ুমন্ডলে ঢোকে রকেটের ধ্বংশাবশেষ। এর পরপরই প্রায় ছাই হয়ে যায়, ১৮ টন ওজনের বস্তুটি।

গেল কয়েকদিন ধরেই আলোচনা চলছিল কোথায় পড়তে যাচ্ছে এটি। কারণ এর ওপর কোনো নিয়ন্ত্রণ ছিলো না চীনা মহাকাশ সংস্থার। মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন নির্মাণ করছে চীন। এরই অংশ হিসেবে গেল ২৮ এপ্রিল এ যাবতকালের সবচেয়ে বড় রকেট মহাশূন্যে পাঠায় দেশটি। তবে, উৎক্ষেপনের পর মূল অংশ মহাশূন্যে চলে গেলেও রকেটের অবশিষ্ট অংশ নিয়ন্ত্রণহীনভাবে পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে।