সিবিএন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে ৮ এপ্রিল ছয়জন মারা গিয়েছিলেন।

চট্টগ্রামে করোনায় আক্রান্ত এ পর্যন্ত মারা গেছেন ৪২৩ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২২৮ জন। রোববার (১১ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ৮৬৬টি নমুনা পরীক্ষায় ২২৮ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে নগরে ২০৪ জন এবং উপজেলায় ২৪ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৩১৯ জন। এর মধ্যে চট্টগ্রাম নগরীতে ৩৫ হাজার ৫৩১ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৮ হাজার ৭৮৮ জন রয়েছেন।

এদিকে, শনিবারও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক পরিধান না করায় ৩৪টি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৬৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।